রিয়াল মাদ্রিদ তারিকা ক্রিশ্চিয়ানো রোনালদো যে শুধু ফুটবল খেলেন তা কিন্তু নয়। সেই সঙ্গে তিনি খুব ভাল কুংফু করতে পারেন। জাগলিং করতে পারেন। তাও সেটি একটি কমলালেবু দিয়ে। আর তার এই অসাধারণ ক্ষমতা চমকে দিল সবাইকে। প্রথমে বলা যাক রোনাল্ডো বানাতে গিয়ে কী করলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সি আর সেভেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, বাস্কেট থেকে কমলালেবু নিয়েই জাগলিং শুরু করেন রোনাল্ডো। তিনি ব্যাপারটায় এতই দক্ষ যে একবারের জন্যও কমলালেবুটি মাটিতে পড়েনি। তারপর ওভাবে জাগলিং করতে করতেই তিনি লেবুটি নিয়ে গিয়ে রাখেন একটি বিশেষ ‘স্কেল’ এর ওপর। যা থেকে লেবু রস তৈরি হয়। সেই মেশিনের সঙ্গেই যুক্ত রয়েছে টোস্টারও। পাউরুটি টোস্ট আর কমলালেবুর ফ্রেশ রস দিয়ে যে নিজেই নিজের ব্রেকফাস্ট তৈরি করতে পারেন রোনালদো, তা তিনি বুঝিয়ে দিয়েছেন ভক্তদের।
এ তো গেল প্রথম ঘটনা। দ্বিতীয় কান্ডটি অবশ্য ডাইলিং হলে নয়, ঘটেছে মাঠে। রিয়েলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন রোনাল্ডো। ট্রেনিং করতে করতেই সতীর্থ ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের পাশে অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছিলেন। ব্যাপারটা নজর এড়ায়নি জিদানের। কিন্তু দু’জনের কাউকেই তিনি কিছু বলেননি। ঘুরঘুর করতে করতেই আচমকা কোয়েন্ত্রাওয়ের মাথা লক্ষ্য করে পা তোলেন রোনাল্ডো। অনেকটা কুংফু এর ঢঙে।
তবে একেবারে শেষ মুহূর্তে নিজেকে সামলে নেন কোয়েন্ত্রাওয়ের মাথায় পা ছোঁয়ানোর থেকে। এই দৃশ্য দেখে চমকে যান মাঠে উপস্থিত সবাই। হঠাৎ করে কী এমন ঘটল যে রোনাল্ডো আর কোয়েন্ত্রাওয়ের মধ্যে এমন করলেই রোনালদো। তবে জানা গেছে চিন্তা করার মত কিছু ঘটেনি। মাঠে ও মাঠের বাইরে তারা দু’জনেই খুব ভাল বন্ধু।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১০