বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুষ্টিত শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের বুধবারের খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ৫-১ গোলে ফরিদপুর জেলা দলকে পরাজিত করেছে।
চুয়াডাঙ্গা দলের খেলোয়াড় খোকন হ্যট্রিকসহ সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নেন। চুয়াডাঙ্গা জেলা দলের পলাশ ও জেনারুল আপর একটি করে গোল করেন। ফরিদপুর জেলা দলের লিটন একটি গোল পরিশোধ করেন।
খেলা পরিচালনা করেন পলাশ সেন। সহকারী রেফারী ছিলেন মো. রুবেল, তৈয়ব হোসেন এবং মোস্তাহিদুর রহমান মুক্ত।
বৃহস্পতিবার ঝিনাইদাহ জেলা ফুটবল দলের বিপক্ষে রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদ মোকাবেলা করবে।