পঞ্চমবারের জন্য ব্যালন ডি’অর জিতে মেসির নজিরে থাবা বসিয়েছেন রোনালদো৷ সদ্য রিয়ালের জার্সিতে ক্লাব বিশ্বকাপও জিতেছেন ৩২-এর সুপারস্টার৷ সামনে এবার এল ক্লাসিকোর লড়াই৷ ২৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের সেই লড়াইয়ের নামার আগে বেশ খোশমেজাজে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন সিআর সেভেন৷ সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল৷
আবুধাবিতে রোনালদো একমাত্র গোলেই ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ৷ প্রচার মাধ্যমের সব আলোই এখন তাই রোনালদো দিকে৷ এর মাঝেই প্রচার মাধ্যমকে এড়িয়ে বড়দিনের আগে সপরিবারে উৎসবে মেতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড৷
বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও সন্তানদের সঙ্গে রিয়াল তারকা এখন ব্যস্ত ক্রিসমাস সেলিব্রেশনে৷ রোনালদো বাইশ বছরের বান্ধবী জর্জিনাই সেই ছবি প্রকাশ করেছেন৷
ছবিতে দেখা যাচ্ছে মেয়ে ইভা মারিয়াকে কোলে নিয়ে পোজ দিচ্ছেন রোনালদো৷ সাত বছরের জুনিয়র রোনালদো কোলে মাতেওকেও দেখা গিয়েছে এই ছবিতে৷ সঙ্গে জর্জিনার কোলে রয়েছে দু’মাসের নতুন অতিথি আলানা৷
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল