স্টিভ স্মিথের অপরাজিত ১০২ রানের কারণে চতুর্থ অ্যাশেজ টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংল্যান্ডকে। ৩-০তে সিরিজ নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়া হারতেই বসেছিল চতুর্থ টেস্টে।
প্রথম ইনিংসে ৩২৭ অস্ট্রেলিয়া গুটিয়ে যাওয়ার পর ৪৯১ রানের বড় লক্ষ্য দেয় ইংলিশ ব্যাটসম্যানরা। সেটি ম্লান হয়ে গেলো নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলীয় অধিনায়কের স্টিভ স্মিথের মাটি কামড়ানো এক ইনিংসে। ৪৩৮ মিনিট উইকেটে থেকে ২৭৫ বলের মোকাবেলায় ১০২ রান, বাউন্ডারি বলতে মাত্র ছয়টি চার।
এর আগে প্রথম ইনিংসে ৩২৭ রানে অলআউট হয়। ১৫৬ বলে ৭৬ রানের ধীর এক ইনিংস খেলেন স্মিথ। সেই ইনিংসে অবশ্য সহায়ক হিসেবে ছিলেন শতক হাঁকানো ওয়ার্নারও। অ্যালিস্টার কুকের ২৪৪ রানের ইনিংসের পর ইংল্যান্ডের ৪৯১ রানের পাহাড় সামলাতে ক্রিজে নেমে স্মিথের সহায়ক আবারও ওয়ার্নার। ৮৬ রানে ওয়ার্নার ফিরে যাওয়ার পর একাই লড়লেন স্মিথ।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা