আইপিএলের ধাঁচে নারী ক্রিকেটেও টুর্নামেন্টের দাবি জানালেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই অধিনায়ক তার স্বপক্ষে যুক্তি দেখিয়ে বলেন, "এমন টুর্নামেন্ট নারী ক্রিকেটে হলে, নতুন অনেক প্লেয়ার উঠে আসবে।"
মিতালি রাজ আরও বলেন, এমন ধাঁচের টুর্নামেন্টের ফলে নতুনরা নিজেদের প্রমাণ করার মঞ্চও পাবে। আর এখনতো ভারতীয় নারী ক্রিকেট দল নিয়ে আগ্রহ বেড়েছে সবার। এই ধরনের টুর্নামেন্টে সেই আগ্রহও বাড়বে।’
২০০৫ এবং ২০১৭ সালে দুটো বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন মিতালি রাজ। কেমন লেগেছে এমন প্রশ্নের জবাবে মিতালি বলেন, ‘২০০৫ সালের থেকেও এবারের অভিজ্ঞতা আরও বেশি কিছু শিখিয়েছে আমাকে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর