সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এ্যাশেজ সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচের জন্য নিয়মিত স্পিনার নাথান লিঁওর সঙ্গে দেখা যাবে স্পিনার এ্যাস্টন আগারকে। বাংলাদেশ সফরে গত সেপ্টেম্বরে চট্ট্রগাম ম্যাচে নিজের শেষ টেস্ট খেলেছেন ২৪ বছর বয়সী আগার।
প্রসঙ্গত, গত সেপ্টম্বরে সিমিত ওভারের ভারত সফরে আগারের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। তবে চলতি মাসের শুরুতে ঘরোয়া শেফিল্ড শিল্ডে মাঠে ফেরেন তিনি।
এছাড়া, বাঁ-হাতি পেসার মিচেল মার্শ ও মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বও ফিরেছেন ১৪ সদস্যের দলে। হিল ইনজুরির কারণে শেষ হওয়া মেলবোর্ন টেস্টের দল থেকে স্টার্ক এডিলেডে দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন হ্যান্ডসকম্ব।
স্টার্ক ফিটনেস প্রমাণ করতে না পারলে সিম বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সেরা একাদশে সুযোগ পেতে পারেন আগার।
আগামী ৪ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ