জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা-২০১৭ রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স স্টেডিয়ামে সমাপ্ত হয়। শনিবার শুরু হওয়া দিনব্যাপী এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা শব্দ ‘ব্যুত্থান’ অর্থ স্বতন্ত্রের সাথে প্রতিরোধ ও উন্নয়ন। দক্ষিণ এশিয়ার প্রাচীন মার্শাল আর্টের ঐতিহ্যের আলোকে সৃষ্টি করা আত্মরক্ষামূলক ক্রীড়া ও ব্যক্তিগত উন্নয়নের এক যুগান্তকারী পদ্ধতির নাম ‘ব্যুত্থান’। ইন্টরন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন, ইউএসএ’র অধীনে এই আত্মরক্ষামূলক ক্রীড়া বিশ্বের বিভিন্ন দেশে চর্চা করা হচ্ছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় ক্রীড়া কাউন্সিলে ‘ব্যুত্থান’ একটি ক্রীড়া হিসেবে অন্তর্ভূক্ত হয়।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ‘ব্যুত্থ্যান’ মার্শাল আর্টের এবারের জাতীয় প্রতিযোগিতায় ৩৪টি জেলার ব্যুত্থানচারীগণ অংশগ্রহণ করেন। সাতটি ওজন বিভাগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ‘খালি হাতে ইভেন্টের’ পাশাপাশি ব্যুত্থান লাঠি খেলা ও ব্যুত্থান অস্ত্রের প্রদর্শনী দেখানো হয়। প্রতিযোগিতায় মোট ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ৭ জন আম্পায়ার, ৪ জন রেফারি এবং ১১ জন কর্মকর্তা।
বিভিন্ন ওজন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম- ওজন লাইট- ১ম রিফাত, জেলা-বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি, ২য় রাহাবার, জেলা- নাটোর, ৩য় ড্রিক, জেলা- চাঁদপুর। ওজন ৩৮+ ১ম সোহেল, জেলা-জামালপুর, ২য় রেজওয়ানুল, জেলা-দিনাজপুর, ৩য় রেদোয়ান, জেলা-সিরাজগঞ্জ। ওজন ৪৮+ ১ম প্রিন্স, জেলা-রাজশাহী, ২য় শাহাদাত, জেলা- বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি, ৩য় জাহিদ,জেলা-রাজশাহী। ওজন ৫৮+ ১ম রাফিদ, জেলা-বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি, ২য় শিথিল, জেলা-রাজশাহী, ৩য় আল আমিন, জেলা-নাটোর। ওজন ৬৮+ ১ম আবু রায়হান, জেলা- বরিশাল, ২য় হাসিব, জেলা-পিরোজপুর, ৩য় তানভির, জেলা- বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি । ওজন ৭৮+ ১ম আশিক, জেলা-রাজশাহী, ২য় মেহেদী, জেলা-সাতক্ষীরা, ৩য় আকাশ, জেলা-নীলফামারি। মহিলা: ১ম সানজিদা, জেলা-রাজশাহী, ২য় পূর্ণতা, জেলা-ঢাকা, ৩য় প্রান্তী , জেলা- বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি।
ডিসকাভারী চ্যানেল প্রচারিত সুপার হিউম্যান, বিশ্ব রেকর্ডধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি (www.vajramunee.org ) দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় ব্যুত্থান থীম সং পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। ব্যুত্থান কলাবাগান শাখার প্রধান প্রশিক্ষক সাজ্জাদ মুহম্মদ জুবায়ের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের সভাপতি সৈয়দ সাহেদ রেজা (রাষ্ট্রদূত অব.) -এর পক্ষে একটি লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ইন্টারন্যানাল ব্যুত্থান ফেডারেশনের সেক্রেটারি জেনারেল গ্রান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম