ক্রিকেট যখন খেলতেন তখন সতীর্থদের বিভিন্ন ভাবে সাহায্য করতেন। মাঠে এবং মাঠের বাইরে শচীন টেন্ডুলকারের বন্ধুপ্রীতি সকলেরই জানা। এবার সেই বন্ধুদের জন্য নিজে হাতে রান্না করলেন ভারতীয় ক্রিকেটের আইকন।
নতুন বছরের পার্টিতে বন্ধুদের জন্য তন্দুরি বানালেন শচীন। সোমবার রান্না করার সেই ভিডিও নিজেই টুইটারে পোস্ট করেন এই মাস্টারব্লাস্টার ব্যাটসম্যান।
পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশানে শচীন লেখেন, “নতুন বছরে বন্ধুদের জন্য রান্না করতে পেরে ভাল লাগছে। এটা দেখে ভাল লাগছে যে, তাদের প্রত্যেকেরই আমার রান্না খেয়ে ভাল লেগেছে। এখন নিজেদের আঙুল চাটছে। আশা করি আপনাদের সকলের নতুন বছরের সন্ধ্যটা ভালই কেটেছে।”
ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক সচিন অনুগামী রিটুইট করতে থাকেন লিট্লমাস্টারের এই ভিডিও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর