ভারতের জাতীয় স্তরে দেশটির বিভিন্ন প্রদেশের বক্সারদের সুনাম বাড়ছিল। তাই গত বছর নভেম্বরেই দেশটির হরিয়ানা সরকার রাজ্যের ছ’জন মহিলা বক্সারদের একটি করে গাভি উপহার দিয়েছিল। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই ছ’জনের মধ্যে তিন বক্সারই রাজ্য সরকারের কাছে ফেরত দিয়েছেন সেই গরুগুলি।
ভারতের জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, হরিয়ানা সরকারের পক্ষ থেকে যে গরুগুলি দেওয়া হয়েছিল, সেগুলি দুধ দেওয়া নয় বরং গুঁতা মারতেই ওস্তাদ। গুঁতানোর পাশাপাশি মাঝেমাঝে বক্সার ও তাদের বাড়ির লোকজনদের লাথিও হজম করতে হয়। অনেকেই সরকারি ‘গরু’তে আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। তারপরেই অতিষ্ঠ হয়ে গরু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বক্সাররা।
সদ্য শেষ হওয়া বছরে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টেই হিসারের শশী চোপড়া, জ্যোতি গুলিয়া, ভিওয়ানির নীতু এবং সাক্ষী কুমার নিজেদের বিভাগে সোনা জিতেছিলেন। অন্যদিকে, পালওয়ালের বাসিন্দা অনুপমা এবং কাইথালের নেহা জিতেছিলেন ব্রোঞ্জ। উজ্জ্বল হয়েছিল হরিয়ানার নাম।
তারপরেই রোহতকের রাজীব গাঁধী স্পোর্টস কমপ্লেক্সে সেই ছ’জন বক্সারকে সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা সরকার। হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধানকার প্রত্যেককে গরু উপহার দিয়ে বলেছিলেন, গরু বক্সারদের উপকারে আসবে।
তবে এরপরেই শুরু হয় ‘অশান্তি’। তিন মাস পেরোতে না পেরোতেই জ্যোতি, নীতু এবং সাক্ষী ইতিমধ্যে নিজেদের গরুগুলি ফেরত দিয়ে দিয়েছেন। তারা প্রত্যেকেই জানিয়েছেন, দুধ দেওয়ার পরিবর্তে লাথি ও গুঁতাতেই অভ্যস্ত গরুগুলো। তাদের বাড়ির কোচ এবং বাড়ির লোকেদের গলাতেও ‘গরু’ নিয়ে ক্ষোভের সুর শোনা গেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর