পাকিস্তান ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ হাফিজ অন্যতম। আর সেই ধারাবাহিকতায় এবার তিনি স্পর্শ করলেন ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক।
নেলসনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামেন হাফিজ। মাইলফলক ছুঁতে তখন তার দরকার ৪০ রান। তবে এর চেয়ে ২০ রান বেশিই করেছেন তিনি। ৭১ বলে ৮টি চারে ৬০ রানের ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটসম্যান। এখন হাফিজের রান ৬০২০। খেলেছেন ১৯৭ ম্যাচ।
পাকিস্তানের দশম ক্রিকেটার হিসেবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করলেন ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান। এই তালিকায় সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ইনজামাম-উল-হকের (১১৭০১)।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ