কেপটাউন টেস্টে ভারতীয় বোলিং আক্রমন ছিল দুরন্ত। তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সোমবার ৭২ রানে হারতে হয় ভারতকে। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই কেপটাউন টেস্ট হাত ছাড়া করতে হয়েছে ভারতকে।
বিরাট কোহালি-চেতেশ্বর পূজারাদের পাশাপাশি বড় রান করতে পারেননি ঘরের মাঠে বিগত কয়েকটি টেস্টে নজর কাড়া রোহিত শর্মা-শিখর ধাওয়ানও। আর এররই টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে নিজেদের ।
বিগত দু’বছর ধরে টেস্ট ক্রিকেটে লাগাতার ভাল রান করে আসছেন কেএল রাহুল। অন্য দিকে, বিদেশের মাটিতে ধারাবাহিক ভাবে সফল অজিঙ্কা রাহানেও। দু’জনকেই কেপটাউন টেস্টে সুযোগ দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর সমর্থকদের আক্রমণের কেন্দ্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
রাহানে-রাহুলের জায়গায় খেলা এই দুই ক্রিকেটার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা ফ্লপ হতেই টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় এক সমর্থক লেখেন, “বিদেশি পরিবেশে রোহিত শর্মাকে খেলানোর পিছনে কী যুক্তি থাকতে পারে তা খোদ আইনস্টাইনও ব্যাখ্যা করতে পারবেন না।”
আর এক জন লিখেছেন, “হয়তো এই কথাটা কোনও সমর্থকের খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব যে, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান টেস্টের প্লেয়ার নন।”
সেঞ্চুরিয়ান টেস্টে রাহুল এবং রাহানেকে ফেরানোর দাবি তুলে এক জন লেখেন, “পরের ম্যাচে দুটো দলে দুটো বদল আমরা চাই। শিখর ধাওয়ানের পরিবর্তে কেএল রাহুল এবং রোহিত শর্মার পরিবর্তে অজিংকা রাহানে।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর