ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। সেই অনুষ্ঠানে মাশরাফিকে বক্তা হিসেবে দেখানো হচ্ছে। এতে অনেকেই অনুষ্ঠানটির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পাশাপাশি এ অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদেরও সতর্ক করেছেন ম্যাশ।
ফেসবুকে তিনি লিখেছেন:
কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই, এবং কোনো ভাবেই জড়িত নই।
মাশরাফির ছবি ব্যবহার করে চালানো হচ্ছে অনুষ্ঠানের প্রচারণা (মাশরাফির ফেসবুক থেকে নেয়া)
অনুষ্ঠানের অতিথি হিসেবে সবার সঙ্গে ম্যাশ (মাশরাফির ফেসবুক থেকে নেয়া)
দুঃখজনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের (১২ জানুয়ারি) এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ।
মঙ্গলবার রাতে দেয়া মাশরাফির স্ট্যাটাস
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা