অবিশ্বাস্য মনে হচ্ছে তো? যদিও সুইচ হিটের জমানায় অশ্বিনকেও হাত পাল্টে ছয় মেরেছেন ডেভিড ওয়ার্নার। সুইচ হিটে আকাশ ছোঁয়া ছয় মেরে তাক লাগিয়েছেন ইংলিশম্যান কেভিন পিটারসেনও। তবে ২২ গজে প্রতিটা বল ড্রপের আগে হাত 'সুইচওভার' করে বল করছেন বোলার, এমন অভূতপূর্ব ঘটনা আগে কখনও দেখেছেন?
বলে বলে বদল হচ্ছে- গোটা বোলিং অ্যাকশন! বাঁ হাতি ব্যাটসম্যান ব্যাট করলে বোলার ডান হাতে অফ ব্রেক করছেন আর ডান হাতি ব্যাটসম্যানের জন্য সেই বোলারই হাত বদলে হয়ে যাচ্ছেন বাঁ হাতি অফ স্পিনার। আইসিসিস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দু'হাতে স্পিন করে বিশ্বকে চমকে দিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
১৯ বছর বয়সী এই লঙ্কান স্পিনার একই সাথে 'রাইট-আর্ম অফ ব্রেক' এবং 'স্লো লেফট-আর্ম অর্থডক্স'- দুই রকম ডেলিভারিতেই সাবলীল। ব্যাটেও তাকে ভরসাযোগ্য বলে মনে করে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট। ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিচ্ছেন এই কামিন্দু মেন্ডিস।
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও শ্রীলঙ্কার দলে ছিলেন এই বিস্ময়বালক।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/আরাফাত