মুমিনুল হক সৌরভ। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তার পরিচিতি লিটল মাস্টার হিসেবে। এবার লিটল মাস্টার গড়লেন আরও একটি রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে ছাড়িয়ে গেছেন এ তারকা ব্যাটসম্যান। নিজের করা আগের ব্যক্তিগত সর্বোচ্চ ২৩৯ রানের ইনিংসের রেকর্ড ভেঙে এখন নতুন উচ্চতায় মুমিনুল।
বুধবার বিকেএসপিতে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ৩৪৪ বলে ২৫৮ রান সংগ্রহ করেছেন তিনি। তার ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর ৫৪৬। মুমিনুলের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ২৩টি চার ও ৩টি ছক্কার মার।
বিডিপ্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান