কেপটাউন টেস্টে ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সিএবি সভাপতির বক্তব্য, দলে রোহিত শর্মা, শিখর ধাওয়ানকে রাখাটাই ভুল ছিল।
সৌরভের যুক্তি, ‘ইতিহাস ঘেঁটে দেখুন। বিদেশে রোহিত, ধাওয়ানের পারফরম্যান্স উজ্জ্বল নয়। তাদের রেকর্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি তো দেখলাম কেপটাউন টেস্টে ভারতের ভরসা করার মতো ব্যাটসম্যান ছিল মুরলি বিজয় ও বিরাট কোহলি।’
অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুলকে প্রথম একাদশে না রাখায় বেশ অবাক সৌরভ। পূজারার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভ। তার সংযোজন, ‘পূজারা ১৩–১৪টি শতরান করেছে উপমহাদেশে। লোকেশ রাহুল কিন্তু অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কায় রান করে এসেছে। এখানে ফর্মের কথা ধরলে ভুল হবে। সংশ্লিষ্ট ক্রিকেটার কোন পরিবেশে সফল, সেটাও দেখতে হবে। কেপটাউন টেস্টে ভারতের হারে অবাক নই আমি। বিরাট কোহলিকে শ্রদ্ধা করি। পরবর্তী ম্যাচে আরও ভাল পারফরম্যান্স দেখতে পাব।’
সৌরভের মতে, সিরিজে ফিরে আসতে হলে ব্যাটিং ভাল করতেই হবে ভারতকে। তিনি বলে গেলেন, ‘আমি মনে করি না দ্বিতীয় টেস্টে দলে আমূল বদল হবে। মনে হয়, রাহানে বা রাহুলের মধ্যে একজনকে প্রথম একাদশে ফেরানো হবে। আবার দু’জনকেই ফেরানো হতে পারে। রোহিতের জায়গায় রাহানে আর ধাওয়ানের জায়গায় রাহুলকে ফেরানো যেতেই পারে। সেঞ্চুরিয়ানের উইকেটেও গতি ও বাউন্স থাকবে।’
যদি তিনি অধিনায়ক থাকতেন, তাহলে দ্বিতীয় টেস্টে কীরকম দল বাছতেন এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘পাঁচ বোলারে খেলতাম। ধাওয়ানের জায়গায় শুরুতে রাহুলকে পাঠাতাম। কারণ বিদেশে রাহুলের পারফরম্যান্স ভাল। রোহিত শর্মাকে আর একটা সুযোগ দিতাম। বোলিং নিয়ে অবশ্য কিছু বলার নেই। সেরা বোলারদেরই খেলিয়েছে বিরাট।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর