ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।এক বিবৃতিতে জানানো হয়, আগামী ২৭ ও ২৯ জুন ডাবলিনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
ভারত শেষবার আয়ারল্যান্ড সফর করেছেল ২০০৭ সালে। বেলফাস্টে একটি মাত্র একদিনের ম্যাচ খেলেছিল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারত ৯ উইকেটে জয় তুলে নিয়েছিল সফরকারীরা।
এছাড়া সংক্ষিপ্ত ভার্সনে একবারই মাত্র আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ২০০৯ আইসিসি টি-২০ বিশ্বকাপে নটিংহামে মুখোমুখি হয়েছিল দল দুটি। ঐ ম্যাচে ভারত ৮ উইকেটে পরাজিত করেছিল আইরিশদের।
উল্লেখ্য, ভারতীয় দল বর্তমানে দীর্ঘ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছে। গত বছর জুন মাসে টেস্ট মর্যাদা লাভ করে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ