কোপা ডেল রে তে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে হারাতে পারল না রিয়াল মাদ্রিদ। ফিরতি লিগে স্ট্রাইকার গুইলের্মোর জোড়া গোলে জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছে নুমানসিয়া।
যদিও লুকাস ভাসকেসের জোড়া গোলে দুইবার এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত আর জেতা হয়নি তাদের। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ২-২ গোলে ড্র করেছে রিয়াল।তবে দুই লিগ মিলিয়ে ৫-২ গোলের জয় নিয়ে শেষ আটে পৌঁছেছে দলটি।
এদিন ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, লুকা মাদ্রিচদের বিশ্রাম দিয়েছেন জিদান।
বিডিপ্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান