সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকা সফরটা কঠিন হবে জানা ছিল, তবে এতটা হবে তা ঞয়তো বুঝেনি ভারতীয় ক্রিকেট দল। কেপ টাউনে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ৭২ রানে হেরে যায় ইন্ডিয়া। আর তাতেই তীব্র সমালোচনার মুখে পড়ে বিরাট কোহলির দল। তবে এসব নিয়ে চিন্তা করছেন না নিউল্যান্ডস টেস্টে অভিষেক হওয়া ডানহাতি ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ।
২৪ বছর বয়সী এ বোলারের দাবি, একটি হারেই আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায় না। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘এক ম্যাচেই আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে না। যদি এটা ঘটে, তবে আপনি টেস্ট খেলার যোগ্য নন। ভুল থেকে শিক্ষা নিয়েই আপনি এগিয়ে যেতে পারবেন। এখানে খুব ভালো শেখার অভিজ্ঞতা হয়েছে। কারণ এর আগে আমি কখনও দক্ষিণ আফ্রিকায় খেলিনি।’
বুমরাহ কেপ টাউন টেস্টে ৪ উইকেট নেন। এ ব্যাপারে বলেছেন, ‘এটা স্বপ্নময় অভিষেক ছিলো না। কিন্তু এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। একজন বোলার হিসাবে আপনি খুব দ্রুত প্রথম উইকেট নিতে চাইবেন। আমি এবি ডি ভিলিয়ার্সের উইকেট নিয়েছি। এটা খুবই দারুণ মুহূর্ত ছিলো। আমি পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হতে চাই।’
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ