পুরো মৌসুমেই ধারাবাহিক পারফরমেন্স দিয়ে টেস্ট বোলার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে চান দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা।
নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মাঠে ৭২ রানের জয়ে মূখ্য ভূমিকা পালন করা রাবাদা টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন। দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
টেস্ট ক্রিকেটে ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়েই বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন ২২ বছর বয়সী এ ফাস্ট বোলার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ১০০ উইকেট শিকারেরও কৃতিত্ব অর্জন করা রাবাদা ‘পারফরমেন্স অব্যাহত’ রাখতে চান। দলের বোলিং আক্রমণে নিজের ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখাটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম