ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু আসেনি। আগামীকাল বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল। প্রস্তুতি ম্যাচটিও পরিত্যক্ত করা হয়েছে।
টিকেট বুকিং নিয়ে জটিলতার কারণেই এতসব কাণ্ড ঘটেছে। অবশেষে আজ বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আগামীকাল আসবে শ্রীলঙ্কা দল। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ত্রি-দেশীয় সিরিজ শুরু হচ্ছে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা