আগামী ২৮ ও ২৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে আইপিএলের একাদশ আসরের নিলাম। নিলামের আগেই আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস সাকিব আল হাসান ও মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখিয়েছে।
সূত্রের খবর, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে পেতে মরিয়া দিল্লি ডেয়ারডেভিলস। অন্যদিকে একাদশ আসরে কাটার মাস্টার মুস্তাফিজকে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স।
২০১১ সাল থেকে টানা সাত বছর সাকিব ছিলেন কলকাতায়। তবে একাদশ আসরে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে কেকেআর। আইপিলে নিজের অভিষেক আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মুস্তাফিজ। যদিও গত আসরে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি বাঁহাতি এই পেসার। যার ফলে তাকেও একাদশে রাখেনি তার পুরানো দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর