কোচ ছাড়াই কাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে মাশরাফি বাহিনী। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।
ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজটি সাকিব-মাশরাফিদের জন্য একটা বড় চ্যালেঞ্জই বলতে হবে। একে তো কোচ নেই। অন্যদিকে প্রতিপক্ষের দুই কোচই বাংলাদেশের সাবেক কোচ। একজন সদ্য বিদায়ী।(হাথুরে সিংহে) আরেকজন বেশ কিছুদিন আগেই বিদায় নিয়েছেন (হিথ স্ট্রিক)। বলতে পারেন বাংলাদেশ শিবিরের সব খবরই জানা প্রতিপক্ষ শিবিরের। আর চ্যালেঞ্জটা সেখানেই সবচেয়ে বেশি। দিতে হবে অগ্নিপরীক্ষা, তবে আবহাওয়ার সঙ্গেও পরীক্ষায় নামতে হবে ক্রিকেটারদের।
যদিও বিসিবির প্রধান টাইগারদেরই কোচ বানিয়ে দিয়েছেন। আর সেই দায়িত্বটা ঠিকঠাকভাবেই পালন করতে চান মাশরাফি,সাকিব,তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক।
তবে সিনিয়রদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। আর ঘরের মাঠে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আরও শক্তিশালী রূপে আবির্ভাব হবে টাইগারদের এমনটাই প্রত্যাশা ভক্তদের।
তবে প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার, 'সবার মত আমাদেরও একই প্রত্যাশা। আমরা অবশ্যই জিততে চাই এবং ভালোভাবে জিততে চাই। আমরা ভালো ক্রিকেট খেলতেই মাঠে নামব।'
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান