দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের প্রথম দিন থেকেই সমালোচকরা বিদ্ধ করেছেন অধিনায়ক কোহলিকে। প্রথম টেস্টে তিনি ব্যর্থ। দু’ইনিংসে ৫ ও ২৮। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই ‘কোহলি-নির্ভরতা’র চেনা ছবিই ফিরে এল। দ্বিতীয় দিনের শেষে ম্যাচ বাঁচাতে ভারতের ভরসা সেই কোহলিই। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে ওঠার সময়ে অশ্লীল ভাষা শোনা গেল কোহলির মুখে। স্টাম্প ক্যামেরায় সেই শব্দ স্পষ্ট শোনা গিয়েছে বলে সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকেই শেয়ার করেছেন সেটি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রবিবার মুরলি বিজয়ের সঙ্গে ব্যাট করার সময়ে নন-স্ট্রাইকিংয়ে দাঁড়িয়ে ওই কথা বলেন কোহলি। ঠিক কী বলেছিলেন ভারত অধিনায়ক? অশ্লীল শব্দ প্রয়োগে তিনি যা বলেছিলেন তার মর্মার্থ ছিল এই যে, ‘বিকেল পর্যন্ত খেললে দক্ষিণ আফ্রিকার অবস্থা খুব খারাপ হয়ে যাবে।’
আসলে ২৮/২ হয়ে যাওয়ার পরে মুরলি বিজয়ের সঙ্গে মিলে দলের হাল ধরেন বিরাট কোহলি। তাঁরা যোগ করেন ৭৯ রান। ওই পার্টনারশিপ চলাকালীন চা-বিরতির ঠিক আগে কোহলিকে ওই সংলাপ বলতে শোনা যায়। যদিও কোহলির আশা পূরণ হয়নি। বিজয় (৪৬) তো বটেই, ভারত আরও দুই উইকেট হারিয়ে বসে দিনের খেলা শেষ হওয়ার আগেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার