দীর্ঘ আট বছর পর আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর উদ্বোধনী ম্যাচে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার টুর্নামেন্ট শুরু হবে মঙ্গলবার থেকে। তবে এরই মধ্যে পরিকল্পনা সাজিয়ে নিয়েছে লঙ্কানরা। পাশাপাশি সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মনে করেন দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
টুর্নামেন্ট নিয়ে ম্যাথুজ বললেন, ‘নির্দিষ্ট দিনটায় ভালো পারফর্ম করতে হবে। যে দল বেশি রান করবে, তারাই জিতবে। প্রতিটি দলই লড়াই করবে। বাংলাদেশ গত আড়াই বছরে দারুণ ক্রিকেট খেলছে। জিম্বাবুয়েও কয়েক বছর আগের তুলনায় ভালো খেলছে। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার ওদের ফিরে এসেছে। এটি তাই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে।’
তবে বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না লঙ্কানদের। তবে বেশ কিছু দিন থেকেই দলটি বেশ অগোছালো। এ ব্যাপারে ম্যাথুজ বলেন, ‘অতীত তো অতীত। আমরা সেটি নিয়ে কাতর হয়ে থাকতে চাই না। নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। আমরা অবশ্যই পারি (ঘুরে দাঁড়াতে)।’
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ