নতুন বছরের শুরুতেই আবারও মাঠে নামছে টাইগাররা। সেটাও আবার ঘরের মাঠে। যেখানে গত কয়েক বছর ধরে অপ্রতিরোধ্য মাশরাফিরা। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে গড়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ আজ সোমবার। আর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দল হিসেবে র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ, যেখানে ১০ নম্বরে জিম্বাবুয়ে। মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।
দল হিসেবে জিম্বাবুয়ে দুর্বল হলেও পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক মাশরাফি মিলেই সাজিয়েছেন প্রথম একাদশ। ইমরুল কায়েস ফিট না থাকায় ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী এনামুল হক বিজয়। আর তিনে ব্যাট করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, শিশিরের কথা চিন্তা চার পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. এনামুল হক বিজয়
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. নাসির হোসেন
৭. সাব্বির রহমান
৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
৯. সানজামুল ইসলাম
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব