দুর্দান্ত ফর্মে আছে টিম বার্সেলোনা। আর তারই ধারাবাহিকতায় রবিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সা।
সোসিয়েদাদের ঘরের মাঠ আনোয়েতায় শুরুতেই পিছিয়ে যায় আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে গোল পায় ইউসেবিও স্ক্যারিস্টানের দল। গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে। পরে ২৮ মিনিটে আবারও গোল করে আনোয়েতার দর্শকদের মাতওয়ারা করেন জোসে। তবে তা বাতিল করে দেন রেফারি। ৩৪ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি।
অন্যদিকে, শুরু থেকেই এলোমেলো খেলতে থাকা বার্সা আক্রমণ বাড়াতে থাকে। পাঁচ মিনিটে পরেই গোল করেন পাওলিনহো। পরে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ।
ম্যাচের ৭১ মিনিটে চমৎকার একটি গোল দেন উরুগুইয়ান তারকা। এতে লিড পায় দল। ব্যবধান দাড়ায় ৩-২ এ। পরে ৮৫ তম মিনিটে ডি-বক্সের কাছেই ফি-কিক পায় বার্সা। আর তাতেই নিজের প্রথম ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন লিওনেল মেসি। অবশেষে পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
লা লিগায় ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের পয়েন্ট ৪২। ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান তৃতীয়। আর ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ