অবশেষে প্রিমিয়ার লিগে রেকর্ড অপরাজেয় থাকার দৌড় থামলো ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে হাইভোল্টেজ রোমাঞ্চকর ম্যাচে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। লিগ মৌসুমের প্রথম হার দেখলো পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধ থাকে ১-১ সমতায়। চেম্বারলিন ৯ মিনিটে লিড এনে দেওয়ার পর ম্যানসিটিকে ৪০ মিনিটে ম্যাচে ফেরান লিরয় সেন। ৫৯ ও ৬১ মিনিটে রবার্তো ফিরমিনো, সাদিও মানের গোলে চালকে আসনে বসে স্বাগতিকরা। সাত মিনিট বাদেই স্কোরলাইন ৪-১ করেন ফর্মের তুঙ্গে থাকা মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে বার্নার্ডো সিলভা ও ইনজুরি টাইমে গুন্ডোজান টানটান উত্তেজনার জন্ম দিলেও দলের হার এড়াতে পারেননি। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে তাদের সেরা তারকা কুতিনহোকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে নিয়ে যায় বার্সা।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ