আইপিএলে এবারের নিলামে সর্বাধিক দামে বিক্রি হয়েছেন ভারতীয় পেসার জয়দেব উনাডকাট ও বিক্রম চক্রবর্তী।
আইপিএলের ১১তম আসরেও সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন জয়দেব উনাডকাট। এবার ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
এবার আইপিএলে মোট ১৭ জন খেলোয়াড় কোটি রুপির ওপরে বিক্রি হয়েছেন। তারা হলেন:-
১. জয়বেদ উনাডকাট (রাজস্থান রয়্যালস) : ৮ কোটি ৪০ লাখ রুপি
২. বরুণ চক্রবর্তী (কিংস ইলেভেন পাঞ্জাব) : ৮ কোটি ৪০ লাখ রুপি
৩. স্যাম কারেন (কিংস ইলেভেন পাঞ্জাব) : ৭ কোটি ২০ লাখ রুপি
৪. কলিন ইনগ্রাম (দিল্লি ক্যাপিটেলস) : ৬ কোটি ৪০ লাখ
৫. অক্সার প্যাটেল (দিল্লি ক্যাপিটেলস) : ৫ কোটি রুপি
৬. মোহিত শর্মা (চেন্নাই সুপার কিংস) : ৫ কোটি রুপি
৭. কার্লোস ব্রেথওয়েট (কলকাতা নাইটরাইডার্স) : ৫ কোটি রুপি
৮. মোহাম্মদ সামি (কিংস ইলেভেন পাঞ্জাব) : ৪ কোটি ৮০ লাখ রুপি
৯. শিমরন হেটমায়ার (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) : ৪ কোটি ২০ লাখ রুপি
১০. নিকোলাস পুরান (কিংস ইলেভেন পাঞ্জাব) : ৪ কোটি ২০ লাখ রুপি
১১. বরুণ অ্যারন (রাজস্থান রয়্যালস) : ২ কোটি ৪০ লাখ রুপি
১২. জনি বেয়ারস্টো (সানরাইজার্স হায়দরাবাদ) : ২ কোটি ২০ লাখ রুপি
১৩. হনুমান বিহারি (দিল্লি ক্যাপিটেলস) : ২ কোটি রুপি
১৪. লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্স) : ২ কোটি রুপি
১৫. ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দরাবাদ) : ১ কোটি ২০ লাখ রুপি
১৬. ইশান্ত শর্মা (দিল্লি ক্যাপিটালস): ১ কোটি ১০ লাখ রুপি
১৭. ময়সেস হেনরিকস (কিংস ইলেভেন পাঞ্জাব) : ১ কোটি রুপি
বিডি প্রতিদিন/কালাম