বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ষষ্ঠ আসরে বল মাঠে গড়াচ্ছে আগামী ৫ জানুয়ারি। তার আগে নিজেদের দলটি আরেকটু শক্তিশালী করল সিলেট সিক্সার্স। দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিশ্বব্যাপী ঘরোয়া টুর্নামেন্টে আলোচিত নাম ইমরান তাহির। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি আলো ছড়িয়েছেন। এবার তাকে দেখা যাবে বিপিএলেও।
অন্যদিকে, সিলেট তাদের দলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজকে। ক্যারিয়ারে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৭৭২ রান করার পাশাপাশি স্পিন বোলিং করে ৬৮ উইকেটও নিয়েছেন তিনি। এই দুই ক্রিকেটের অন্তর্ভুক্তি সিলেটকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দলটির ভক্ত ও সমর্থকরা।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৮/মাহবুব