‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মোরিনহোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পল পোগবা! ওল্ড ট্র্যাফোর্ড থেকে মোরিনহোর বিদায়ের পর ফরাসি তারকার এমন বিবৃতি নিয়ে ফের নতুন আলোচনা-সমালোচনা শুরু হয়েছে ইংল্যান্ড ফুটবলমহলে।
শনিবার কার্ডিফ সিটির বিরুদ্ধে ৫-১ গোলে জয়ের পর মোরিনহো প্রসঙ্গে মুখ খোলেন পোগবা। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, তাঁর সঙ্গে তিক্ততার কারণেই শেষ পর্যন্ত বহিষ্কৃত হয়েছেন মোরিনহো। কিন্তু সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে পোগবা বলেছেন, ‘‘এখানে প্রথম মৌসুম জোসের তত্ত্বাবধানেই আমরা লিগ কাপ ও ইউরোপা লিগ জিতেছিলাম। সেই সাফল্যের জন্য তাঁকে অবশ্যই ধন্যবাদ দেব।’’
ফরাসি তারকা আরও বলেন, ‘‘ফুটবলার এবং মানুষ হিসেবে তিনি আমাকে পরিশীলিত এবং পরিণত করেছেন। হয়তো ব্যাপারগুলো অতীত হয়ে গেছে। কিন্তু ওর অবদানকে তো অস্বীকার করতে পারি না। আমি জোসের কাছে কৃতজ্ঞ।’’ যোগ করেছেন, ‘‘শুধু আমি বলেই নয়। এই দলের সমস্ত ফুটবলারই ওকে সম্মান করেন আগের মতো।’’
নতুন ম্যানেজার ওলে গানার সোলসারের হাত ধরেই যে ম্যানইউ হৃত সম্মান ফিরে পাবে, সে সম্পর্কেও আশাবাদী পোগবা। তিনি বলেছেন, ‘‘এটা ঠিক যে, মৌসুমের শুরু থেকে আমাদের ফুটবলে তীব্রতা ছিল না। কিন্তু সেটা ফিরেও আসবে এবার। আমি মনে করি, এই পরিস্থিতি থেকেও লিগ টেবলের প্রথম চার দলের মধ্যে চলে আসা সম্ভব। দলকে ধারাবাহিক সাফল্য তুলে দিতে আমি নিজের সেরা ফুটবল উজাড় করে দেব। এই ছন্দ ধরে রাখতে হবে। না হলে আমাদের প্রতি আস্থা হারাবেন সমর্থকরা। তা হতে দিতে পারি না।’’ শনিবারের পারফম্যান্স নিয়ে পোগবার অভিমত, ‘‘পুরো ৯০ মিনিট আমরা মাঠে একচ্ছত্র শাসন করেছি। বহু দিন পরে ম্যান ইউ তার ঘরানার ফুটবল খেলেছে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ