বিশ্বকাপ জয়ের পরের সময়টা উৎসব আর উদযাপনের মধ্যে দিয়েই গেছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা একটু সময় নিয়েই উপভোগ করেছেন মেসি।
এবার পালা ক্লাব ফুটবলে ফেরার, আবারো পিএসজির হয়ে মাঠ মাতাতে প্যারিসে ফিরেছেন মেসি।
বুধবার সকালে মেসি ও পরিবারের সদস্যদের বহনকারী বিমান প্যারিসে নেমেছে। এরইমধ্যে পিএসজির ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়েছেন মেসি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেইমারসহ তার অন্যান্য সতীর্থরা। তবে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর দ্রুত পিএসজিতে ফিরেছিলেন এমবাপ্পে। কিন্তু দুই ম্যাচ খেলেই ছুটিতে গেছেন কাতারের গোল্ডেন বুট জেতা ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে নিয়ে গেছেন প্রিয় সতীর্থ মরক্কান মিডফিল্ডার হাকিমিকে।
মেসি ছুটিতে থাকাকালীন দুটি ম্যাচ খেলেছে ফরাসি জায়ান্টরা। তবে তাকে ছাড়া প্রথমটিতে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হারে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/বাজিত