অবশেষে ১৬তম রাউন্ডে এসে নাপোলির অজেয় যাত্রা থামাল ইন্টার মিলান। সিরি আ’য় সান সিরোতে ১-০ গোলের জয় পায় নেরাজ্জুরিরা।
১৫ ম্যাচ অপরাজিত তো বটেই টানা ১১ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছিল নাপোলি। ইন্টারের বিপক্ষে প্রথমার্ধে তারাই দাপট দেখায়। কিন্তু ঘরের মাঠে ডেডলক ভাঙে ইন্টারই। ৫৬ মিনিটে ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে দারুণ হেডে তাদের এগিয়ে দেন এডিন জেকো। সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখে নেরাজ্জুরিরা।
জয়ের পর ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেন, ‘নাপোলি ইউরোপের একমাত্র দল যারা কি না অপরাজিত ছিল এই মৌসুমে। তাদের হারানোর পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আমি আমার দল নিয়ে গর্বিত কারণ মাঠে সবাই একে অপরকে সাহায্য করছে। প্রথমার্ধ পর্যন্ত আমার অনেকটাই নিচে খেলছিলাম নাপোলিকে বেশি বল পজেশন দেই, তবে প্রথমার্ধে তিন গোল করতে পারতাম আমরা।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ