থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। খুলনা টাইগার্স দলে তামিম ইকবাল, সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও অধিনায়ক হিসেবে ইয়াসির আলীর নাম ঘোষণা করেছে খুলনা। শনিবার খুলনা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। সেই ম্যাচে টাইগার্সের হয়ে টস করতে নামবেন ইয়াসির। বিপিএলের মঞ্চে অবশ্য অধিনায়কত্বের রোমাঞ্চটা আলাদা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে ইয়াসির বলেছেন সে কথা, ‘নার্ভাস না, আমি আসলে এক্সাইটেড। জীবনের নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেটিও বিপিএলের মতো আসরে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার।’
ইয়াসিরের ভাগ্যও ভালো। কাজটা সহজ করার জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিজ দলে পাচ্ছেন তিনি, ‘তামিম ভাইয়ের সঙ্গে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন, “আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই হেল্প করব।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ৭৫ ম্যাচ খেলা হয়ে ইয়াসির আলীর। জাতীয় দলেও পেয়েছেন সুযোগ, তবে সংক্ষিপ্ত সংস্করণে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। তবু তার প্রতিভার ওপর আস্থা রেখেছে খুলনা টাইগার্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ