চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খেলতে পারেননি নাসির হোসেন। তবে এবার ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। নাসিরকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার টিম ম্যানেজার মেহবার হোসেন অপি।
আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন নাসির। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ।’
আসরে চ্যাম্পিয়ন হওয়াই তার দলের লক্ষ্য বলে জানান নাসির, ‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব।’
ঢাকার হয়ে এবারের বিপিএলে খেলবেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকারের মতো তারকারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ