কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার (০৬ জানুয়ারি) ২০ ওভারে রংপুর তোলে ১৭৬ রান। আগ্রাসী ব্যাটিংয়ে এই স্কোরের ভিত গড়ে দেন রনি তালুকদার। ৩১ বলে ৬৭ রানের ইনিংসের পথে অভিজ্ঞ ওপেনার ফিফটি করেন ১৯ বলে। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের যা দ্রুততম ফিফটির রেকর্ড।
বিপিএলের নতুন আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন রনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড এটিই। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে রনি ঝড়ের ইঙ্গিত দেন শুরুতেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পান প্রথমবার। অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে টানা দুটি বাউন্ডারি মারেন কাট ও সুইপে। পরের ওভারে আফগান বাঁহাতি পেসার ফজলহক ফারুকির বলে বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে। সময়ের সঙ্গে তার ছুটতে থাকেন তিনি অপ্রতিরোধ্য গতিতে। নবির পরের ওভারে মারেন দুটি চার একটি ছক্কা। মুস্তাফিজুর রহমানকে চার মারেন দুর্দান্ত এক পুল শটে। পঞ্চম ওভারে তরুণ পেসার আশিকুর জামানের টি-টোয়েন্টি অভিষেক তিক্ততায় মিশিয়ে দেন তিনি টানা চার বলে বাউন্ডারি মেরে। এর তৃতীয়টিতেই পৌঁছে যান ফিফটিতে
ম্যাচসেরার পুরস্কারও অনুমিতভাবেই পেয়েছেন তিনি। এরপর এসেছিলেন সংবাদ সম্মেলনে। রংপুরের ফ্যাসিলিটিজের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিকে।
রনি বলেন, এক কথায় বললে অসাধারণ। নিজেদের মাঠ, কোনো লিমিটেশন ছিল না; যেটা আপনি বললেন। যখন খুশি তখন মন মতো ব্যাটিং করতে পারছি, ফিল্ডিং করেছি; এটা আমাদের ওপর নির্ভর করেছে। এত সুন্দর ফ্যাসিলিটিজ বাংলাদেশে আর কোথাও নাই, আমি দেখি নাই। একটা দল নিজেদের মাঠে ইচ্ছে মতো অনুশীলন করছে, এটা সত্যিই অসাধারণ। রংপুরকে ধন্যবাদ দিতেই হবে।
ম্যাচে কী পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন জানতে চাইলে তিনি বলেন, একটা ক্রিকেটারের যে পরিকল্পনা থাকে, ওটা করেই নেমেছি। শুরুটা যেমন ভালো হয়েছে, দোয়া করবেন যেন শেষটাও করতে পারি।
নিজের রেকর্ড গড়া নিয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, আজকেই শুনলাম যে, এটা দ্রুততম হাফ সেঞ্চুরি। খুব ভালো লেগেছে। আমার দল আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। কোচ, অধিনায়ক স্বাধীনতা এতটা দিয়েছে যে, প্রথম পাওয়ার প্লে আমি আমার মতো করে খেলবো।
প্রসঙ্গত, দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড সুনিল নারাইনের। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ক্যারিবিয়ান ক্রিকেটার ফিফটি করেন স্রেফ ১৩ বলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ