অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে হয়তো খেলবেন না শাহিন আফ্রিদি। পাকিস্তানের পেসারকে ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। ৩৬০ রানে হেরে যায় শান মাসুদের দল। সেই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন খুরাম শাহজাদ। কিন্তু সেই সঙ্গে চোট পেয়েছেন তিনি। পরের দু’টি টেস্টে খেলতে পারবেন না শাহজাদ। তার পাঁজরে চোট। পার্থ টেস্টে দু’টি উইকেট নেন শাহিন আফ্রিদি। কিন্তু পাকিস্তান যদি বক্সিং ডে টেস্ট হেরে যায় তাহলে হয়তো তাকে আর তৃতীয় টেস্টে খেলানো হবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে আফ্রিদিকে।
পাকিস্তানের বোলারদের চোট কমাতে তাদের বিশ্রাম দিয়ে খেলানোর চেষ্টা করছে বোর্ড। নাসিম শাহের চোট এখনও সারেনি। পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তা বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমস্যায় পড়তে হয়েছে পেসারদের চোটের কারণে। সেই কারণেই আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।”
পাকিস্তান দলে নেই পেসার নাসিম। তার কাঁধে চোট রয়েছে। এহসানুল্লা এবং মোহাম্মদ হাসনাইনের চোট রয়েছে। একই কারণে খেলতে পারছেন না স্পিনার আবরার আহমেদ এবং পেসার শাহজাদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ