দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন গার্সিয়া পিমিয়েন্তা। সেভিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হলেন এই স্প্যানিয়ার্ড।
লা লিগায় টানা চার ম্যাচ হেরেছে সেভিয়া। সবশেষ ভালেন্সিয়ার মাঠে ১-০ গোলে হারে তারা। এক বিবৃতিতে ৫০ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায় স্প্যানিশ ক্লাবটি।
সাতবারের ইউরোপা লিগ জয়ী সেভিয়া লা লিগার টেবিলে আছে ১৩ নম্বরে, ৩১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে। অবনমন অঞ্চল থেকে স্রেফ ৭ পয়েন্ট ওপরে আছে তারা। এই বছরে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে সেভিয়া।
দুই বছরের চুক্তিতে গত জুলাইয়ে সেভিয়ায় যোগ দেন গার্সিয়া। এর আগে তিনি ২০২২-২৩ মৌসুমে লাস পালমাসকে লা লিগায় তুলেছিলেন এবং পরের মৌসুমে দলটির শীর্ষ লিগে টিকে থাকা নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, গার্সিয়াকে ছাঁটাইয়ের পর এখন তিন বছরের মধ্যে ষষ্ঠ কোচ নিয়োগ দিতে হবে সেভিয়াকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ