নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান তুলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে টাইগ্রেসরা।
এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৭১ রান, যা তারা করেছিল থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই।
ম্যাচের শুরুতে ওপেনিংয়ে নামেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। দুজনে গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে ১৪ রান করে বিদায় নেন ইশমা, তাকে ফেরান স্কটিশ বোলার চ্যাটার্জি।
এরপর উইকেটে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও পিংকি শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। নিজের ১৫তম অর্ধশতকপূর্ণ করেন পিংকি ৬৭ বলে। অপরদিকে, শারমিন ফিফটি করেন মাত্র ৫১ বলে।
দলীয় ১৩৮ রানের মাথায় ৭৯ বলে ৫৭ রান করে আউট হন শারমিন আক্তার। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ দেন পিংকির সঙ্গে। দুজনে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার।
এই ম্যাচে জয় পেলে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। বিশ্বকাপে জায়গা করে নিতে ঐতিহাসিক এই জয়ের আশায় এখন চোখ স্কটিশদের জবাবি ইনিংসের দিকে।
বিডি প্রতিদিন/মুসা