প্রায় ১২৮ বছর পর আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে টি২০ ফরম্যাটে এই খেলা অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরে।
এলএ২৮ আয়োজক কমিটি এক ঘোষণায় জানিয়েছে, পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ীভাবে একটি বিশেষ ভেন্যু নির্মাণ করা হবে ক্রিকেট ম্যাচগুলোর জন্য। আয়োজকরা বলছে, টি২০ ক্রিকেট বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইভেন্ট এবং ২০২৮ অলিম্পিকে তা অন্তর্ভুক্ত হওয়ায় ওয়েস্ট কোস্টের জন্য এটি গর্বের বিষয়।
ক্রিকেটকে আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্তে খুশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বলেন, বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও অলিম্পিকে এর প্রত্যাবর্তন স্বস্তির খবর। টি২০ ফরম্যাট নতুন দর্শকদের আকৃষ্ট করবে বলেই আমরা আশাবাদী। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮ আয়োজক ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি, এই ইভেন্টের সফলতার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
প্রথমে নিউইয়র্কে এই ইভেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ক্যালিফোর্নিয়ার পোমোনাকে চূড়ান্ত করা হয় ভেন্যু হিসেবে। উল্লেখ্য, নিউইয়র্কেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
২০২৮ সালের অলিম্পিকে ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নেবে, যেখানে বিশ্বের চোখ থাকবে আবারও অলিম্পিকে ফিরে আসা এই ঐতিহাসিক খেলাটির দিকে।
বিডি প্রতিদিন/নাজিম