চুরি বা জালিয়াতি রোধে ডেবিট কার্ডের বিকল্প কী হতে পারে তা নিয়ে দীর্ঘদিন ঘরেই চিন্তাভাবনা চলছে। অবশেষে এ ক্ষেত্রে কিছুটা সফলতা পাওয়া গেলো। কার্ডের বিকল্প হিসেবে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে বলে প্রযুক্তিবিদদের মত। এএফপি এক খবরে জানায়, এটিএম বুথে ডেবিট কার্ডের বিকল্প হতে পারে স্মার্টফোন।
খবরে বলা হয়, এটিএম বুথে ডেবিট কার্ডের বিকল্প হিসেবে স্মার্টফোনের ব্যবহারের দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। পৃথিবীর বেশ কয়েকটি দেশে এর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে দ্রুত ও অধিক নিরাপদে অর্থ লেনদেনের জন্য স্মার্টফোন প্রযুক্তি দিয়ে কার্ডবিহীন অটোমেটিক টেলার মেশিন (এটিএম) ব্যবহার হচ্ছে।
এ ব্যাপারে এটিএম প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান এফআইএস গ্লোবালের প্রধান ডগ ব্রাউন বলেন, 'আমাদের যে মডেল তাতে আক্রান্তের ঝুঁকি অনেক কম। বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৮টি ব্যাংকের দুই হাজারের বেশি এটিএম মেশিনে কার্ডবিহীন পদ্ধতির লেনদেন এফআইএস সিস্টেমে চলছে। এ হার শিগগির আরো বাড়বে। আগামী দেড় বছরে উত্তর আমেরিকায় ৮০ হাজার যন্ত্র দরকার হবে। এ রকম পরিবর্তন অন্যান্য দেশেও আসবে।'
প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোনভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হলে লেনদেন যেমন দ্রুত হবে তেমনি স্কিমিং ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঝুঁকিও কমবে।
গবেষকদের দাবি, স্কিমিংয়ের ফলে বৈশ্বিক ব্যাংক শিল্প ২০১৫ সালে ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। স্কিমিং করে কার্ডের তথ্য চুরির করে অর্থ জালিয়াতি ছাড়াও আরও নানা প্রতারণা করতে পারে দুর্বৃত্তরা।
ডগ ব্রাউন বলেন, ‘গ্রাহকেরা এটিএম বুথে কার্ডের তথ্য চুরির বিষয়টিতে সচেতন। তাই স্মার্টফোনে কার্ডবিহীন পদ্ধতিতে অর্থ লেনদেন প্রক্রিয়াটিকে তারা স্বাগত জানাবেন। এ ছাড়া কার্ড দিয়ে লেনদেন করতে যেখানে ৩০ থেকে ৪০ সেকেন্ড লাগে সেখানে এ পদ্ধতিতে ১০ সেকেন্ড সময় লাগবে। এ ছাড়া হ্যান্ডসেটের মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়াটি অধিক সুরক্ষিত।'
যুক্তরাষ্ট্রের অন্যান্য ব্যাংকগুলো কার্ডবিহীন উপায়ে মোবাইল লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করছে। কিছু নতুন এটিএম মেশিন আছে যেগুলো শুধু সফটওয়্যার হালনাগাদ করলেই মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা যাবে। কিছু যন্ত্রে নতুন হার্ডওয়্যার বসাতে হবে।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ