দেশের সঙ্গীত অঙ্গনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নিউইয়র্ক-ভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ইয়োন্ডার মিউজিক সেবা চালু করল বেসরকারী মোবাইল কোম্পানী রবি। সেবাটির আওতায় গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন। গত মঙ্গলবার রাজধানীর একটি আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই সেবাটির উদ্বোধন করে অপারেটরটি।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে রবি ইয়োন্ডার মিউজিক থেকে গান উপভোগ করতে পারবেন। এজন্য কোন অ্যাপ্লিকেশন চার্জ, সাবসক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ প্রদান করতে হবে না বলে জানিয়েছে রবি। রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গানের এ বিপুল সম্ভারে প্রবেশ করতে পারবেন। ইয়োন্ডার মিউজিক সার্ভিসটি ওয়াই-ফাই নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে।
প্লাটফরমটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্ত্বের মর্যাদাও নিশ্চিত করেছে, অ্যাপটিতে তাদের গান যতবার শোনা হবে সে অনুযায়ী তারা একটি নির্দিষ্ট সম্মানী পাবেন বলেও জানিয়েছে রবি।
রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোন গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে যাতে তিনি অফলাইন থাকার সময়ও পছন্দের গানটি শুনতে পান। আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা যাবে। ইমেইল আইডি বা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করে গানগুলো শুনতে পারবেন গ্রাহকরা।
ইয়োন্ডার মিউজিক ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, ‘ইয়োন্ডার বাংলাদেশে রবি’র সাথে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসার মাধ্যমে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবি’র গ্রাহকরা মেবাইল ব্রডব্যান্ড প্ল্যানের আওতায় শুনতে পাবেন সেরা গানগুলো। এদেশের শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের সাথে গাওয়া নতুন নতুন গান শ্রোতদের উপহার দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
বিডি প্রতিদিন/২৭ মে ২০১৬/ হিমেল-০৯