গত বুধবার তাইওয়ানের সংস্থা আসুস ঘোষণা করেছে তারা আনতে যাচ্ছে বিশ্বের সর্বপ্রথম 'লিকুইড কুল ল্যাপটপ'। এতদিন পাখার মাধ্যমে ঠাণ্ডা রাখা হত ল্যাপটপ। আর এবার পাখার পরিবর্তে ব্যবহৃত হবে পানি। পানি ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে আপনার সাধের ল্যাপটপটিও। এই ল্যাপটপের মডেল নম্বর ROG GX700। এমন ল্যাপটপের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তাই কোম্পানি ল্যাপটপটির জন্য মূল্য নির্ধারণ করেছে ৪ লক্ষ ১২ হাজার ৯৯০ টাকা।
কোম্পানির সূত্রে জানানো হয়েছে Hydro Overclocking System ল্যাপটপ থেকে বের হওয়া প্রায় ৫০০ ওয়াট পর্যন্ত গরম সহ্য করে নেবে। এতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের ‘Skylake’ Core i7-6820HK প্রসেসর। ল্যাপটপের ভিতরে থাকবে DDR4 এর ১৬ জিবি RAM যা বাড়ানো যেতে পারে ৬৪ জিবি পর্যন্ত। গ্রাফিক্সের জন্য কোম্পানি ল্যাপটপে দিয়েছে Nvidia GeForce GTX 980 GPU সহ ৮ জিবির GDDR5 VRAM। ল্যাপটপের থাকছে ১৭.৩ ইঞ্চি 4K UHD স্ক্রিন।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-১৭