যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে টেক জায়ান্ট অ্যাপল। শুক্রবার মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় এই গাড়ির পরীক্ষামূলক অভিযান চালাতে অ্যাপলের ছয়জন চালককে তিনটি স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।
যদিও অ্যাপল কখনই সরাসরি তাদের ইলেকট্রিক গাড়ি তৈরির ধারনার কথা প্রকাশ করেনি তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি ডজনেরও বেশি স্বয়ংক্রিয় গাড়ি বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। আর পরীক্ষা চালানোর অনুমতির মাধ্যমে এতদিনের গুজব এবার সত্য হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অ্যাপল ছাড়াও অ্যালফাবেট, ফোর্ড মোটর, ভক্সয়াগেন, ডায়ালমার, টেসলা এবং জেনারেল মোটরের মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে স্বচালিত গাড়ির অনুমতি পেয়েছে। অনেকগুলো প্রতিষ্ঠান তাদের প্রথম স্বচালিত গাড়ি ২০২০ সালের উন্মুক্ত করার কথা ঘোষণাও দিয়েছে। তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংশ্লিষ্ট চ্যালেঞ্জের কারণে এই উন্মুক্তে আরও বেশি সময় লাগতে পারে।
সূত্র: রয়টার্স