যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল ইন কর্পোরেশন আইফোন-৮ মডেলটি বিক্রির ক্ষেত্রে প্রায় ২০ কোটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর এ লক্ষ্য পূরণে অ্যাপলের চিপ নির্মাতা প্রতিষ্ঠান চিপ তৈরির মাত্রাও বাড়িয়ে দিয়েছে। অ্যাপলের পক্ষ থেকে অনুরোধ পাওয়ার পরেই এই কার্যক্রম শুরু করেছে।
নতুন তথ্য অনুযায়ী, এই বছরের দ্বিতীয় প্রান্তিকে চিপ নির্মাতারা ৫ কোটি চিপসেট তৈরি করবেন। মূলত পরবর্তী আইফোনের প্রচুর পরিমাণে বিক্রির প্রত্যাশা থেকে অ্যাপল নির্মাতাদের এই অনুরোধ জানিয়েছে।
চীনের এসওসি নির্মাতাদের সূত্র জানিয়েছে, আইফোনের দশম বার্ষিকীতে অ্যাপল ২২ থেকে ২৩ কোটি ইউনিট আইফোন ৮ বিক্রির প্রত্যাশা করছে। অ্যাপলের কাস্টম ডিজাইন প্রসেসর এ১১ ডিভাইসটিতে ব্যবহার হবে, যা এক্সপি ও কোয়ালকমের সহযোগিতায় তৈরি করছে টিএসএমসি।
উল্লেখ্য, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে অ্যাপল ৭ কোটি ৮৩ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।
সূত্র: নিউজ হেরাল্ড
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ই জাহান