গুগল আর্থের নতুন হালনাগাদ উন্মুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল। দুই বছরেরও বেশি সময় পরে ‘ভয়েজার’ নামের নতুন এই ফিচার আপডেট করলো প্রতিষ্ঠানটি।
নতুন এই ফিচারের জন্য আলাদা কোনো অ্যাপ ডাউনোলডের প্রয়োজন হবে না। শুধুমাত্র ক্রোম ব্রাউজার থেকে ইউআরএল থেকে গুগল আর্থে গেলেই হবে। পাশাপাশি, গুগল এই ফিচারকে আরও বেশি তথ্যবহুল অভিজ্ঞতা দিতে বিবিসি আর্থ এবং ডিজিটাল গ্লোবের মতো সংস্থার সাথে অংশিদারিত্ব করেছে।
উদাহরন হিসেবে বলা যেতে পারে, পৃথিবীর বিপন্ন প্রজাতিতে ক্লিক করলে আপনাকে এই ফিচারে বিভিন্ন বিপন্ন প্রজাতির অবস্থান, ছবি, ‘নলেজ কার্ড’ এ কিছু ইতিহাস জানিয়ে দেবে। এটা অনেকটাই গুগল আর্থের সাথে উইকিপিডিয়ার মিশ্রণ।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ