সারাদেশের মতো খুলনায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়। এতো বড় গণহত্যা পৃথিবীর কোন দেশে হয়নি। ১৯৭১ সালের ২০ মে চুকনগরে একদিনে ১০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। এটি এই অঞ্চলের নৃশংসতম গণহত্যা।
খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূর-ই-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামান, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ আবু সাইদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এবং বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর