অনেকদিন ধরেই কম দামি আইফোন এসই-টু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তার অবসান ঘটল। মে মাসেই আইফোন এসই-টু বাজারে আসছে বলে জানা গেছে।
এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক এক গণমাধ্যম জানিয়েছে, মে মাসেই লঞ্চ হবে বহুল প্রতিক্ষীত এই ফোন। যদিও শোনা যাচ্ছে কোন হেডফোন জ্যাক থাকবে না নতুন আইফোনে। জাপানি এক ওয়েবসাইট এই তথ্য দিয়েছে।
জানা গেছে, আইফোন এসই টুর ডিজাইন অনেকটাই আইফোন এসইর মতোই। যদিও ফেস আইডি ব্যবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যবহার করবে অ্যাপল। এই ফোনে হেডফোন জ্যাক থাকছে না। শোনা যাচ্ছে, আইফোন এসই টুতে থাকবে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা। তবে তার জন্য গ্লাস ব্যাক ব্যবহার করা হবে কি না তা এখনো জানায়নি অ্যাপল।
এছাড়া এই ফোনের ভেতরে হয়তো এ টেন ফিউশন চিপ ব্যবহার করা হবে। যা ব্যবহার করা হয়েছিল আইফোন সেভেনে।
তবে এই ফোন লঞ্চের ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ