হাতে আইফোন-৬ মডেলের মোবাইল নিয়ে ১১ বছরের একটি মেয়ে বসেছিল। আচমকাই সে দেখে, হাতের ফোনটি থেকে আগুনের ফুলকি বের হচ্ছে! সঙ্গে সঙ্গে ফোনটি ঐ শিশু ছুঁড়ে ফেলে বিছানায় থাকা কম্বলের উপর। দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।
মেয়েটির কথায়, ‘আমি বিছানায় বসে ফোনটি ব্যবহার করছিলাম। ঠিক তখনই আমার ফোন থেকে আগুনের ফুলকি বের হতে দেখে তৎক্ষণাৎ ফোনটি কম্বলের উপর ছুঁড়ে ফেলে দেই, ফোনটি তখন জ্বলতে শুরু করে।’ ঐ শিশু মেয়েটির মা মারিয়া আদাতা অ্যাপেল সাপোর্টে ফোন করে অভিযোগ জানালে তাকে পুড়ে যাওয়া ফোনের ছবি তুলে রিটেইলারকে ফোনটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আইফোন সংস্থার তরফে বলা হয়েছে, অননুমোদিত চার্জিং কেবল এবং চার্জার ব্যবহারের কারণে আইফোনে আগুন লাগতে পারে।
যদিও আইফোনে আগুন লাগার অভিযোগ এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও’র এক বাসিন্দার পিছনের পকেটে রাখা আইফোন এক্সএস ম্যাক্সে আগুন লাগে। ফোনটি তিনি মাত্র তিন সপ্তাহ ব্যবহার করেছিলেন। ওই ব্যক্তি এর পর সংস্থাকে বিষয়টি জানান।
বিডি-প্রতিদিন/শফিক