আজিজ কো-অপারটিভের সাধারণ সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহক প্রতিনিধিরা অংশ নেন। সোমবার (২৪ জানুয়ারী) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কমিটির চেয়ারম্যান হারুন-অর রশিদ মজুমদারের সভাপতিত্বে সেক্রেটারি এস. এম হারুনার রশিদ, ভাইস-চেয়ারম্যান আলী আহমেদ বাহরাম ও পরিচালক ওসমান গনি ভুঁঞা, মো. নুরুল্লাহ, এমরান উদ্দিন, খোরশেদ আলম, আবুল কালাম আজাদ, আরিফ রেজা, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. নুর নবী উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৯ সালের প্রথম থেকেই আজিজ কো-অপারেটিভের কমিটি নিয়ে শুরু হয় নানা জটিলতা। ফলে গ্রাহকের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর প্রতিষ্ঠানটিতে নির্বাচন ও কমিটি করতে পারেনি সমবায় অধিদপ্তর।
সবশেষ গত ১৬ জানুয়ারি প্রতিষ্ঠানটির সদস্য ওসমান গনি ভুঁঞার করা রিটের প্রেক্ষিতে নতুন এই ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ