তিন দেশের বৈশ্বিক বিমানবন্দর পরিষেবা অবকাঠামো উন্নয়নে ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আরব আমিরাত ভিত্তিক দুবাই ন্যাশনাল এয়ার ট্রাভেল এজেন্সি (ডিএনএটিএ)। সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণায় তাদের তিনটি প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানিয়েছে বিশ্বব্যাপী বিমান ও ভ্রমণ পরিষেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান। খবর খালিজ টাইমস এর।
জানা গেছে, চলতি বছরেই নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের বিমানবন্দরে তাদের নতুন উন্নয়নমূলক কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। যার মাধ্যমে এমিরেটাস গ্রুপের বিমানবন্দর পরিষেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানের কার্গো এবং লজিস্টিক সক্ষমতার আরও প্রসার ঘটবে। যেখানে থাকবে নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও ক্রমবর্ধমান সক্ষমতা।
ডিএনএটিএ’র সিইও ক্লাইভ সাউভে-হপকিন্স বলেছেন, আমাদের সর্বশেষ বিনিয়োগে অটোমেশন, স্কেলেবিলিটি এবং কর্মশক্তি দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের গ্রাহকদের আরও কার্যকরভাবে সহায়তা করতে সক্ষম হবে, যা সময়ের সাথে তাল মিলিয়ে কার্যকরী ভূমিকা রাখবে।
খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএটিএ’র আসন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো এমনভাবে সাজানো হয়েছে- যেখানে ম্যানুয়াল হ্যান্ডলিং কমিয়ে অটোমেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরিষেবাই রিয়েল-টাইম অটোমেশনে সক্ষম।
নেদারল্যান্ডস-এ ডিএনএটিএ’র কার্গো সিটি আমস্ট্রারডমে বিনিয়োগ করা হচ্ছে ৭০ মিলিয়ন ডলারের চেয়েও অর্থ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পরিপূর্ণ অটোমোটেড কার্গো সুবিধা প্রদান করা হবে। এটি বছরে আট লাখ ৫০ হাজার টন কার্গো সুবিধা দেওয়ার সক্ষমতা রাখবে।
এছাড়া ইরাকের এরবিলে ডিএনএটিএ নির্মাণ করছে বিশ হাজার স্কয়ার মিটারের কার্গো সুবিধা। যেখানে বিনিয়োগ করা হচ্ছে ১৫ মিলিয়ন ডলার। এই প্রকল্পটিও আসছে জুলাইতে চালু হবে, এটি বছরে ৬৬ হাজার টন কার্গো সুবিধা প্রদান করবে। আর দুবাইতে ৫৭ হাজার স্কয়ার মিটারের আরও একটি কার্গো সেন্টার তৈরি করছে ডিএনএটিএ। যেখানে বিনিয়োগ করা হচ্ছে ২৭ মিলিয়ন ডলার। ২০২৫ সালের শেষের দিকে চালু হতে যাওয়া এই প্রকল্পটি বছরে চার লাখ টন কার্গো সুবিধা প্রদান করবে।
বিডি-প্রতিদিন/শআ